ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আওয়ামী লীগ

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতৃত্বে রুবেল-শোভন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, ফেব্রুয়ারি ১২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের নেতৃত্বে রুবেল-শোভন রবিউল হোসেন রুবেল ও শাহাদাৎ হোসেন শোভন নেতৃত্ব দেবেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগকে

ব্রাহ্মণবাড়িয়া: রবিউল হোসেন রুবেলকে সভাপতি ও শাহাদাৎ হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আগামী এক বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

রুবেল-শোভনের নেতৃত্বাধীন এ নতুন কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে সুজন দত্ত ও শামীম হোসেনকে, যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মোমিন মিয়া ও নাঈম বিল্লাহকে এবং প্রচার সম্পাদক করা হয়েছে শহিদুল ইসলাম রুবেলকে।

এছাড়া মেহেদী হাসান লেনীন, তাজল ইসলাম আপন, মিনহাজ উদ্দিন মামুন এবং রেদোয়ান আনসারী রিমোকে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য করা হয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

গত ২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দিঘির মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর এই কমিটি ঘোষণা এলো।

বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ