ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্যারিয়ার

অ্যাপলম্বটেকবিডিতে চাকরির সুযোগ

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, অক্টোবর ১৫, ২০১৬
অ্যাপলম্বটেকবিডিতে চাকরির সুযোগ

গবেষণাধর্মী কাজে আগ্রহীদের চাকরির সুযোগ দিচ্ছে ইন্টারনেট নিয়ন্ত্রিত ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেকবিডি।

যেসব পদে নিয়োগ
১) সিনিয়র এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার ২টি,
২) সফটওয়্যার ইঞ্জিনিয়ার (লুয়া) ২টি,  
৩) সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট কাম প্রোডাকশন ইঞ্জিনিয়ার ১টি,  
৪) সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেট রিসার্চ) ১টি,
৫) সিনিয়র এক্সপেরিয়েন্সড আইওএস ডেভেলপার ২টি,  
৬) সফটওয়্যার ইঞ্জিনিয়ার (ডট নেট ডেভেলপার) ২টি,  
৭) অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন ডেভেলপার ২টি,  
৮) এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার ২টি।

আবেদনের নিয়ম
আবেদনকারীর যোগ্যতা, দায়িত্ব, কাজের ধরন সম্পর্কে অ্যাপলম্বটেকবিডির ওয়েবসাইটে (aplombtechbd.com/career) বিস্তারিত জানা যাবে।

আগ্রহী প্রার্থীরা সিভি পাঠাতে পারবেন career@aplombtechbd.com ঠিকানায়।

আবেদনের সময়সীমা
সিনিয়র এমবেডেড সিস্টেম ইঞ্জিনিয়ার পদে ৩১ ডিসেম্বর, সিনিয়র এক্সপেরিয়েন্সড আইওএস ডেভেলপার পদে ৩১ অক্টোবর এবং অন্যান্য পদগুলোতে ৩০ নভেম্বর ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।