ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

অসি দলে ফিরলেন হ্যাজেলউড, বাদ পড়লেন লিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, অক্টোবর ২৯, ২০১৪
অসি দলে ফিরলেন হ্যাজেলউড, বাদ পড়লেন লিওন

ঢাকা: আসন্ন অস্ট্রেলিয়া-দক্ষিন আফ্রিকা ওয়ানডে সিরিজ সামনে রেখে অসি দলে ফিরলেন জস হ্যাজেলউড, আর দল থেকে বাদ পড়লেন স্পিনার নাথান লিওন।

লিওন ছাড়াও দল থেকে বাদ পড়েছেন জাভিয়ার ডোহার্টি।

এদিকে উইকেটকিপার ব্র্যাড হ্যাডিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার যায়গায় দলে জায়গা পেয়েছেন ম্যাথিও ওয়েড।

এছাড়া দলে ফিরেছেন মাইকেল ক্লার্ক, মিচেল মার্শ ও শেন ওয়াটসন। এই তিনজনই পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে খেলতে পারেন নি। আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে মিচেল স্টার্ক এবং জেমস ফল্কনারকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

আগামী ১৪ই নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া-দ.আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড:
মাইকেল ক্লার্ক(অধিনায়ক), জর্জ বেইলি, নাথান কোল্টার নাইল, অ্যারন ফিঞ্চ, জস হ্যাজেলউড, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টেভ স্মিথ,ম্যাথিও ওয়েড(উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার ও  শেন ওয়াটসন।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।