ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ক্রিকেট

আবারো মাশরাফির আঘাত

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আবারো মাশরাফির আঘাত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: টাইগারদের দেওয়া ২৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় আফগানিস্তান। মাশরাফির করা প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন জাভেদ আহমাদি (১ রান)।

নিজের বলে নিজেই ক্যাচ ধরে আহমাদিকে ফেরান নড়াইল এক্সপ্রেস। পরের ওভারের প্রথম বলেই রুবেলের আঘাতে ফেরেন আফসার জাজাই। আর তৃতীয় ওভারের শেষ বলে মাশরাফি ফেরান স্তানিকজাই।

আফগানদের দলীয় সংগ্রহ তিন রানে তিন উইকেট।

এর আগে সাকিব-মুশফিকের ব্যাটে ভর করে টাইগাররা অলআউট হওয়ার আগে তোলে ২৬৭ রান।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

** শুরুতেই মাশরাফি-রুবেলের আঘাত
** প্রথম ওভারেই মাশরাফির আঘাত
** আফগানদের ২৬৮ রানের টার্গেট দিল টাইগাররা
** দলকে মজবুত অবস্থানে রেখে ফিরলেন সাকিব
** সাকিব-মুশফিকের ব্যাটে শক্ত অবস্থানে টাইগাররা
** সাকিব-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা
** সেট হয়েও ফিরে গেলেন রিয়াদ
** তৃতীয় উইকেটের পতন, ফিরলেন সৌম্য
** রিয়াদ-সৌম্যের ব্যাটে শতক পেরোলো টাইগাররা
** দায়িত্ব নিয়েছেন রিয়াদ-সৌম্য
** তামিমের পর সাজঘরে এনামুল
** সাজঘরে তামিম
** পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ ৩৮
** বাংলাদেশের সতর্ক শুরু
** ব্যাটিংয়ে নেমেছেন তামিম-বিজয়
** টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।