ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হজরত বেলায়েত উল্লাহ খানের (র.) দাফন সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, জানুয়ারি ২১, ২০২৫
হজরত বেলায়েত উল্লাহ খানের (র.) দাফন সম্পন্ন শাহ্সুফি সৈয়দ মো. বেলায়েত উল্লাহ্ খান হাসানীর জানাজা।

চট্টগ্রাম: কুতুবুল আকতাব হজরত শাহসুফি আমানত খানের (র.) আওলাদ ও আমানত খান ফাউন্ডেশনের সভাপতি হজরত শাহ্সুফি সৈয়দ মো. বেলায়েত উল্লাহ্ খান হাসানীর (র.) প্রথম জানাজা জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদ আসর অনুষ্ঠিত জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন।

 

দ্বিতীয় জানাজা হজরত শাহ আমানত খানের (র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের বড় শাহজাদা সৈয়দ মো. হাবীব উল্লাহ্ খান মারুফ জানান, আমেরিকার ক্যালিফোর্নিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জানুয়ারি শাহ্সুফি সৈয়দ মো. বেলায়েত উল্লাহ্ খান হাসানী ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আমেরিকার আইনগত প্রক্রিয়া ও দাবানলের কারণে বারবার ফ্লাইট ক্যান্সেল হয়ে আজ দুপুরে মরহুমের মরদেহ ঢাকায় এসে পৌঁছায় এবং ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সরাসরি প্রথম জানাজা জমিয়তুল ফালাহ মাঠে আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।