ঢাকা, বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে প্রবীণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, মে ২, ২০২৫
রাউজানে প্রবীণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন  ...

চট্টগ্রাম: রাউজানের কদলপুরে নুরুল আলম চৌধুরী-খালেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রবীণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  

শুক্রবার ফাউন্ডেশনের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আলী।

 

ফাউন্ডেশনের সহ সভাপতি ইউছুপ চৌধুরী ভুট্টো’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডা. বখতেয়ার আলম চৌধুরী, কদলপুর আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন চৌধুরী, ডেপুটি অ্যাসিসটেন্ট ফাইন্যান্স কন্টোলার (আর্মি) খোরশেদুল আলম চৌধুরী। নুরুল আলম চৌধুরী-খালেদা বেগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহ আনছারীর পরিচালনায় সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মুজিবর রহমান,  বিশ্বজিত ভট্টাচার্য্য, মো. ফরহাদুর রহমান চৌধুরী, মাওলানা ছৈয়দুল আলম, শাহজাদা ছৈয়দ মোহাম্মদ মকছুদুল আলম, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মো. আরমান চৌধুরী বাপ্পী, সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী, মো. রবিউল হোসেন শাহ্, মো. আজগর আলী চৌধুরী,  মো. হেলাল উদ্দিন, মো. মনিরুল হক চৌধুরী, সাজ্জাদুল করিম চৌধুরী, মো. রহিম উদ্দীন, ইমাম হোসেন সুমন, মো. পারভেজ প্রমুখ।

 

পরে প্রধান অতিথি প্রবীণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।