ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মে ২৩, ২০২৫
বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটি  সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান বার আউলিয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।  

কমিটিতে মো. মিনহাজকে সভাপতি এবং মিনহাজ উদ্দিন ইমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব মো. কামরুদ্দীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে বলা হয়।

কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে গিয়াস উদ্দিন, এরফানুল ইসলাম ও আরমান উদ্দিনকে। যুগ্ম সম্পাদক করা হয়েছে  আব্দুল করিম, সাজ্জাদুল ইসলাম শামীম, রায়হান উদ্দীন ও মো. তাহসীনকে। এ ছাড়া রায়হান উদ্দীন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।