ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মে ২৯, ২০২৫
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে মো. কলিম উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বুধবার (২৮ মে) রাতে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

কলিম উদ্দিন পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।

জানা যায়, ছোট দারোগারহাট বাজারে ব্যবসাসহ নানান বিষয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল।

এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় গুরুতর আহত হন কলিম উদ্দিন ও সাদ্দাম নামের দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন মারা যায় বলে জেনেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।