ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পশুর হাটের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, জুন ১, ২০২৫
পশুর হাটের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান

চট্টগ্রাম: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা, বাজার কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা।  

রোববার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বন্দরনগরী চট্টগ্রামের হাটগুলোতে সমাগম ঘটে বিভিন্ন অঞ্চলের বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার।

তাই পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধানকল্পে জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং মানি স্কট সুবিধা থাকা উচিত। এ সময় পশুর হাটগুলো রাস্তা পর্যন্ত বিস্তৃতি লাভ করে।

তিনি জনসাধারণের দুর্ভোগ লাঘবে যানজট নিরসন এবং নিরাপত্তা বিধান ও ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রেন, লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখার আহবান জানান।  

কোরবানির বাজার দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ঈদুল-আজহার দিন দ্রুত কোরবানির বর্জ্য অপসারণ করার জন্য সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান চেম্বার প্রশাসক।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।