ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

শাপলা-দোয়েল নয়, কেটলিই থাকছে নাগরিক ঐক্যের প্রতীক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৪, জুন ১৭, ২০২৫
শাপলা-দোয়েল নয়, কেটলিই থাকছে নাগরিক ঐক্যের প্রতীক নির্বাচন ভবন

ঢাকা: কেটলি প্রতীকের পরিবর্তে শাপলা বা দোয়েল পাখি বরাদ্দ চেয়ে নাগরিক ঐক্যের করা আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৭ জুন) ইসি সচিব আখতার আহমেদের কাছে এ সংক্রান্ত আবেদন দিয়েছিল দলটি।

তবে তাৎক্ষণিকভাবে আবেদন নাকচ করে দেয় সংস্থাটি।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের পর নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তার সাংবাদিকদের বলেন, নাগরিক ঐক্য দলীয় পছন্দ অনুযায়ী প্রতীক পায়নি। নির্বাচন কমিশন আমাদের কেটলি প্রতীক দিয়েছে। আমরা দলীয় পছন্দ অনুযায়ী শাপলা বা দোয়েল পাখি প্রতীক চেয়ে আবেদন করেছি।

এ বিষয়ে দলটির দপ্তর সম্পাদক এসএম মহিদুজ্জামান মহিদ বলেন, আমরা নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন জমা দিয়েছি। শাপলা ও দোয়েল জাতীয় প্রতীক হওয়ায় এই দুটি প্রতীক দলকে বরাদ্দ দেওয়া যাবে না বলে জানিয়েছেন। তবে নতুন প্রতীক বিধিমালায় যুক্ত হওয়ার পর অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন। তাই আগামীতে নতুন করে আবেদন দেওয়া হবে।

২০২৪ সালের ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ইসির নিবন্ধন পায়।

ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।