ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

অপু ও জয়কে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জুলাই ২৭, ২০২৩
অপু ও জয়কে নিয়ে যা বললেন শাকিবের নায়িকা ইধিকা

কলকাতার অভিনেত্রী, কিন্তু জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই সিনেমা দিয়ে। বাংলা ভাষাভাষীদের মুখে মুখে এক নাম ইধিকা পাল।

তার নাম জড়িয়েছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে। অবশ্যই সেটা অভিনয় সূত্রে।  

গত ঈদে সবচাইতে ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে ইধিকাকে বেশ মানিয়েছে বলে মন্তব্য সিনেপ্রেমীদের। শাকিবভক্তরাও সহমত তাতে।

আর সবার মতো ইধিকার প্রশংসা করেছেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী অপু বিশ্বাসও। এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, ‘শাকিবের বিপরীতে সমানভাবেই কাজ করেছেন ইধিকা। তার অভিনয় ছিল প্রশংসনীয়। ’

অপুর মুখে এমন কমপ্লিমেন্ট পেয়ে খুশি ইধিকাও। তিনিও প্রশংসা করলেন অপু বিশ্বাসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, ‘একজন অভিনেত্রী কিংবা মানুষ হিসেবে অপু বিশ্বাসের এই মন্তব্য অনেক বড় মনের পরিচয়। কারণ তিনি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা তার। অন্যদিকে শাকিব খানের সঙ্গেও সবচেয়ে বেশি সিনেমায় কাজ করেছেন। একজন নিউকামার (নবাগত) নায়িকা হিসেবে, তার থেকে অর্থাৎ একজন অভিজ্ঞ অভিনেত্রী থেকে এমন মন্তব্য পাওয়া সত্যিই বড় বিষয় আমার জন্য। ’

এ সময় প্রসঙ্গ ওঠে শাকিবপুত্র আব্রাম জয়ের কথা। ইধিকা হেসে বলেন, ‘হ্যাঁ, ওরা সঙ্গে দেখা হয়েছে। খুবই মিষ্টি। শাকিব থেকেও এগিয়ে রাখব জয়কে। জয় বেশি কিউট। ’ 

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।