ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

বিনোদন

‘বেক্কেল জামাই’ শ্যামল মাওলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০২, নভেম্বর ২৩, ২০১৮
‘বেক্কেল জামাই’ শ্যামল মাওলা শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী কর

রোকন তার মায়ের একমাত্র ছেলে। মাকে তিনি অনেক ভালোবাসেন। তাকে যে যাই বলুক না কেন, রোকন সব তার মাকে বলে দেয়।

কিন্তু রোকনের মায়ের প্রতি এমন ভালোবাসা তার স্ত্রী পারুল কিছুতেই মেনে নিতে পারেন না। পারুল রোকনকে বলে তার মায়ের কাছে সব কথা যাতে না বলে।

কিন্তু তিনি পারুলের কথা শোনেন না। সেজন্য পারুল রোকনকে ‘বেক্কেল’ বলে ডাকেন!

এমনই গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘বেক্কেল জামাই’। আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। এতে রোকনের চরিত্রে শ্যামল মাওলা ও পারুলের চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। শ্যামল মাওলা ও ঊর্মিলা শ্রাবন্তী করআরও অভিনয় করেছেন নুসরাত জানান খান নিপা, শেলি আহসান, মাহফুজ ইসলাম, হাসি মুন প্রমুখ।

শুক্রবার (২৩ নভেম্বর) রাত ৮টায় ‘বেক্কেল জামাই’ আরটিভিতে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।