ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

‘বেলাশুরু’ সিনেমায় গাইলেন কবির সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, ডিসেম্বর ১৯, ২০১৮
‘বেলাশুরু’ সিনেমায় গাইলেন কবির সুমন কবির সুমন

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবির সুমন কলকাতার নির্মাণাধীন ‘বেলাশুরু’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন শিবপ্রসাদ-নন্দিতা।

এরইমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। সম্প্রতি এর টাইটেল ট্র্যাককে কণ্ঠ দেন এ যুগের ‘রবীন্দ্রনাথ’খ্যাত কবির সুমন।

গানটি কথা, সুর ও সঙ্গীত করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

কবির সুমনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, গানটা তৈরি করার পর মনে হয়েছিল সুমন দা’কে ছাড়া ভালো কিছু হবে না। তাই ওনার কণ্ঠে গানটি তুলতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

‘বেলাশুরু’ নামের  প্রেমের সিনেমাটিতে অভিনয় করছেন- সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, খরাজ মুখার্জী, মনামী ঘোষ, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী দত্ত, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা ১৮ ডিসেম্বর ২০১৮
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।