ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথমবার শ্বশুরবাড়িতে সৃজিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, ডিসেম্বর ২০, ২০১৯
প্রথমবার শ্বশুরবাড়িতে সৃজিত প্রথমবার শ্বশুরবাড়িতে সৃজিত

মধুচন্দ্রিমা পর্ব শেষে স্ত্রী মিথিলাকে সঙ্গে নিয়ে প্রথমবার শ্বশুরবাড়িতে বেড়াতে এলেন সৃজিত মুখার্জী। শ্বশুরবাড়ি এসে রাজকীয় জামাইভোজ আর দারুণ আদুরে সময় কাটাচ্ছেন নন্দিত এই নির্মাতা। সৃজিত জানালেন, ‘অফিশিয়াল ভূরিভোজ’।

টুইটারে সৃজিত খাবারের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।

শ্বশুরবাড়ির দারুণ এই আপ্যায়নে সৃজিতের সঙ্গী হয়েছেন ভায়রা ভাই ইরেশ যাকেরও। সৃজিত আর ছোট বোন জাকিয়া রশিদ মিমের জীবনসঙ্গী ইরেশ জাকেরের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মিথিলা। ক্যাপশনে লিখেছেন ‘মোরা দুজন রাজার জামাই’

মোরা দুজন রাজার জামাইআরেকটি পোস্টে লাল সিল্কের শাড়ি পড়া নিজের একক ছবি শেয়ার করে ক্যাপশনে মিথিলা লেখেন কবিগুরুর চরণ- 
‘জানি আমি তোমায় পাব নিরন্তর লোক লোকান্তরে যুগ যুগান্তর—
তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে।
নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।