ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

মাঠেই ফোনে ‘জীবনের সবচেয়ে দীর্ঘ ছয় মিনিট’ কাটাল দ. কোরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২০, ডিসেম্বর ৩, ২০২২
মাঠেই ফোনে ‘জীবনের সবচেয়ে দীর্ঘ ছয় মিনিট’ কাটাল দ. কোরিয়া

ততক্ষণে শেষ হয়ে গেছে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ম্যাচ। নিজেদের কাজ তারা এখানে করেছেন ঠিকঠাক।

তবুও ঝুলে আছে তাদের বিশ্বকাপ ভাগ্য। অন্য ম্যাচে যে তখনও লড়ছে উরুগুয়ে-ঘানা। ওই ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে এগিয়ে ছিল। লুইস সুয়ারেসরা আরেকটি গোল করলেই বাড়ির পথ ধরতে হবে দক্ষিণ কোরিয়াকে।  

ওই সময় কিছুতেই যেন কাটছিল না দেশটির ফুটবলারদের। মাঠেই ফোনে উরুগুয়ের ম্যাচ দেখতে শুরু করেন তারা। শেষ অবধি বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছানোর খবর পান কোরিয়ার ফুটবলাররা।  

ম্যাচের পর ওই মুহূর্তগুলোর কথাই শোনাচ্ছিলেন হিউং মিন সন। টটেনহ্যামের এই ফরোয়ার্ড বলেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ছয় মিনিট। ’

পর্তুগাল ম্যাচ নিয়ে সন বলেছেন, ‘আমার মনে হয় আমরা ভালো ফল পেয়েছি ফুটবলারদের ঘুরে দাঁড়ানোর কল্যাণে। তারা ত্যাগ করেছে ও এক ধাপ এগিয়ে এসেছে। আমি ভেবেছিলাম সবাই এটা পারবে। কিন্তু তারা আমার ভাবনার চেয়েও ভালো করেছে। ’

ম্যাচের পর কাঁদতেও দেখা যায় সনকে। এশিয়ার সবচেয়ে বড় তারকার কান্নার ছবি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  

বাংলাদেশ সময় : ১৩১২ ঘণ্টা, ২ ডিসেম্বর, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।