ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

মহারণ দেখতে মাঠে বিশ্বনেতারা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, জুলাই ১৪, ২০১৪
মহারণ দেখতে মাঠে বিশ্বনেতারা

ঢাকা: ফুটবলযজ্ঞের শেষ দেখতে রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে এখন উপস্থিত বিশ্বের বাঘা বাঘা নেতারা। এদের মধ্যে রয়েছেন রাশিয়া-জার্মানি-ভারতের মতো পরাশক্তি দেশগুলোর প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীরা।



বাংলাদেশ সময় রোববার রাত ১টায় মারাকানায় শিরোপা জয়ের লড়াইয়ে নামছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। এ মহারণের পর শিরোপা হস্তান্তরের ইতিহাস গড়া মুহূর্তের সাক্ষী হতে ইতোমধ্যে বিশ্বের অন্যতম সর্বৃবহৎ স্টেডিয়ামটিতে উপস্থিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির প্রেসিডেন্ট জোয়াকিম গক, চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল প্রমুখ।

এছাড়াও খেলা দেখতে মাঠে থাকছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকতে পারেন উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিকস’র (Brazil-Russia-India-China-South Africa) অন্তর্ভুক্ত দেশগুলোর নেতারা।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপের ফাইনাল দেখতে এ আসরে অংশ নেওয়া দেশগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের অনেকই ফাইনাল দেখতে পারেন।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।