ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

রিয়ালের ‘৫৫৫’ নম্বর জার্সি পেলেন শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জানুয়ারি ১০, ২০১৭
রিয়ালের ‘৫৫৫’ নম্বর জার্সি পেলেন শাহরুখ খান রিয়ালের ‘৫৫৫’ নম্বর জার্সি পেলেন শাহরুখ খান/ছবি: সংগৃহীত

বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখ খানকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের জার্সি উপহার পাঠিয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ জার্সি পেয়ে রিয়ালকে ধন্যবাদ জানাতে ভুলেননি।

বলিউডের বাদশা শাহরুখ খানকে রিয়ালের পক্ষ থেকে যে সাম্মানিক জার্সি উপহার দেওয়া হয় তাতে লেখা ছিল ‘SRK’ জার্সির নম্বর ছিল ‘৫৫৫’।

রিয়াল মাদ্রিদের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে ভারতের বড় তারকা শাহরুখ খানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত৷’

এই সম্মানের কথা শাহরুখ নিজেও ফেসবুক পেজে শেয়ার করেছেন।

তিনি লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদ, আমি তোমাদের খেলা সত্যিই খুব পছন্দ করি। পরের ম্যাচের জন্য তোমাদের শুভেচ্ছা জানাই। এই উপহার পাঠানোর জন্য তোমাদের ধন্যবাদ৷’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।