ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

স্বাস্থ্য

শরীয়তপুরে বিশ্ব এইডস দিবস পালিত

ডিস্ট্রিক্ট্ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, ডিসেম্বর ১, ২০১৩

শরীয়তপুর: শরীয়তপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।



র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) রাম চন্দ্র দাস।

আরও বক্তব্য রাখেন- পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম, শরীয়তপুর পৌর মেয়র আব্দুর রব মুন্সি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন- শরীয়তপুর সিভিল সার্জন ডা. নিতীশ কান্তি দেবনাথ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।