ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

নতুন বেতন কাঠামোতে অসংগতি

বিএসএমএমইউতে শিক্ষক সমিতির সভা-মৌন মিছিল

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জানুয়ারি ১৬, ২০১৬
বিএসএমএমইউতে শিক্ষক সমিতির সভা-মৌন মিছিল

ঢাকা: অষ্টম জাতীয় বেতন স্কেলে অসংগতি দূর করাসহ অন্যান্য দাবিতে বিশেষ সাধারণ সভা ও মৌন মিছিল করেছে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শিক্ষক সমিতির সদস্যরা।

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।



সভা শেষে একটি মৌন মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এতে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও দাবি আদায়ের লক্ষ্যে গঠিত লিয়াজোঁ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

লিয়াজোঁ কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. এস এম জাকারিয়া স্বপন সভা পরিচালনা করেন।
সভা থেকে আন্দোলনের দাবিসমূহ অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।