ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই মাঝপথে ধ্বংস: আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩১, জুন ১৪, ২০২৫
ইরানের বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই মাঝপথে ধ্বংস: আইডিএফ রামাত গান এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি

ইরান দুই দফায় ইসরায়েলের দিকে ১০০টিরও কম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।  

বাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদ্রেই ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

খবর বিবিসির।

তিনি জানান, হামলার বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথে ধ্বংস করে ফেলা হয়েছে অথবা লক্ষ্যচ্যুত হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে কয়েকটি ভবনে আংশিক ক্ষতি হয়েছে।

আদ্রেই লেখেন, সীমিত সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলোর বেশিরভাগই ক্ষেপণাস্ত্র ধ্বংসের সময় ছিটকে পড়া ধাতব টুকরোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিছু ভবনের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ছবিও প্রকাশিত হয়েছে।

এই হামলার জন্য ইরান ‘ট্রু প্রমিস থ্রি’ নামক একটি সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। তবে এ অভিযানের বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি তেহরান।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।