ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

দুই মোসাদ এজেন্টকে গ্রেপ্তারের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, জুন ১৫, ২০২৫
দুই মোসাদ এজেন্টকে গ্রেপ্তারের দাবি ইরানের প্রতীকী

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই এজেন্টকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান।

আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আলবোর্জ প্রদেশে বিস্ফোরক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি প্রস্তুত করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়াযুদ্ধে জড়িত ইরান এর আগেও বহু ব্যক্তিকে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করেছে এবং ফাঁসি দিয়েছে। বিশেষত যাদের বিরুদ্ধে পরমাণু কর্মসূচি বিপন্ন করার উদ্দেশ্যে নাশকতা ও হত্যাকাণ্ডের অভিযোগ পাওয়া গিয়েছে।

গত শুক্রবার ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হন।

এরপর পাল্টা হামলা শুরু করে ইরান। শনিবার রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার একটি হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে। এতে পাঁচজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছিল চিকিৎসা সংস্থাগুলো।

পরে কাতার ভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইরানের হামলায় ইসরায়েলে ১০ জন নিহত হয়েছেন।

এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।