ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

তোমাদের বই

দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে লিখি : মোস্তফা হোসেইন

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৪, ফেব্রুয়ারি ২৮, ২০১১
দায়বদ্ধতা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে লিখি : মোস্তফা হোসেইন

বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধ নিয়ে জানানোর দায়িত্ব আমাদেরই। এই দায়বদ্ধতা থেকেই মুক্তিযুদ্ধ নিয়ে লিখি।

এভাবেই বলছিলেন শিশুসাহিত্যিক মোস্তফা হোসেইন।

অমর একুশে বইমেলায় তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩টি। এগুলো হলো : মুক্তিযুদ্ধের গল্প, সাদা বাঘ, কেমন করে এমন হলো। এর মধ্যে মুক্তিযুদ্ধের গল্প ও সাদা বাঘ প্রকাশিত হয়েছে সাহিত্য বিকাশ থেকে। বইগুলোতে দুটি করে শিশুতোষ গল্প রয়েছে।

আর শব্দশিল্প প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কেমন করে এমন হলো। এই বইটিতে রয়েছে ২০টি শিশুতোষ গল্প।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।