ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

জাতীয়

নানা বাড়ি পিঠা খেতে এসে প্রাণ গেলো শিশু জান্নাতের

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, ডিসেম্বর ২১, ২০১৮
নানা বাড়ি পিঠা খেতে এসে প্রাণ গেলো শিশু জান্নাতের

মধুপুর (টাঙ্গাইল): নানা বাড়ি পিঠার দাওয়াত খেতে এসে টাঙ্গাইলের মধুপুরে মাহেন্দ্রর চাপায় পিষ্ঠ হয়ে প্রাণ গেল শিশু জান্নাতের (৬)।

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকরাইদ বাজার এলাকার চেয়ারম্যান বাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিশু জান্নাত মধুপুর উপজেলার রক্তিপাড়ার জনৈক খোকনের মেয়ে।

সে কাকরাইদে নানা মোতালেবেরে বাড়িতে পিঠার দাওয়াত খেতে এসেছিলো।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু জান্নাত সাদেক ফকিরের বাড়ির সামনে খেলা করছিলো। এসময় ওই বাড়ির রতন ড্রাইভার তার গাড়িটি বাড়ির বাইরে সাইড করে রাখতে গিয়ে শিশু জান্নাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাত মারা যায়।

এ ঘটনায় মধুপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ