ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

অন্যান্য দল

সিলেটের ঘটনায় অবস্থান ব্যাখ্যা জাকের পার্টির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, মার্চ ১, ২০১৮
সিলেটের ঘটনায় অবস্থান ব্যাখ্যা জাকের পার্টির

ঢাকা: সিলেটের জৈন্তাপুরের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জাকের পার্টিকে জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার (১ মার্চ) পার্টির চেয়াম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানান।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকের পার্টির নেতাকর্মীরা নিজেদের কর্মসূচি ছাড়া অন্য কোনো ওয়াজ মাহফিলে যান না।

সিলেটের জৈন্তাপুরের ওয়াজ মাহফিলে জাকের পার্টির কোনো নেতাকর্মী যাননি। এমনকি জাকেরান, আশেকান যারা, তারাও কেউ যাননি। ফলে এর সঙ্গে জাকের পার্টির কোনো ধরনের সংশ্লিষ্টতার প্রশ্ন আসে না।

একটি কুচক্রী মহল এরপরও নিজেদের দোষ চাপাতে জাকের পার্টির নামে অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে এর বিরুদ্ধে সতর্কতা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএফআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ