ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

শেয়ারবাজার

পুঁজিবাজার ফটকাবাজার নয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২২, জানুয়ারি ২০, ২০১৮
পুঁজিবাজার ফটকাবাজার নয় বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ছবি: আবু বকর

সিলেট: পুঁজিবাজার ফটকাবাজার নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 

তিনি বলেছেন, পুঁজিবাজারকে যারা ফটকাবাজার বলেন, তারা পুঁজিবাজার বোঝেন না। তারা পুঁজিবাজারের শত্রু।

শনিবার (২০ জানুয়ারি) সিলেটে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স মেলা এবং বিনিয়োগ শিক্ষা মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ দেশের জন্য খুবই প্রয়োজনীয়। তবে পুঁজির বিকাশ ব্যাংকের নয়, পুঁজিবাজারের দায়িত্ব।

বক্তব্যের পর অর্থমন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগ শিক্ষা মেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পুঁজিবাজারে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান।

‘সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী’ স্লোগানে শুরু হওয়া কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেন।

কনফারেন্সের প্রথম সেশনে বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসি কমিশনার মো. আমজাদ হোসেন ও খন্দকার কামালুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।