ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আগরতলা

দিল্লিতে সিপিআই(এম)’র পলিটব্যুরো বৈঠক অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, মার্চ ১৬, ২০১৮
দিল্লিতে সিপিআই(এম)’র পলিটব্যুরো বৈঠক অনুষ্ঠিত সিপিআই(এম) দলের পলিটব্যুরো বৈঠক

আগরতলা: ভারতের জাতীয় রাজধানী দিল্লির একে গোপালন ভবনের সিপিআই(এম) দলের সর্ব ভারতীয় কার্যালয়ে পলিটব্যুরো বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) এক দিনের এ বৈঠকে অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছেন দলের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও একমাত্র পলিটব্যুরো সদস্য মানিক সরকার।  

সূত্র জানায়, বৈঠকে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিআই(এম)’র পার্টি কংগ্রেসের পরাজয়ের দুর্বল সংগঠনকে দায়ী করা হয়েছে।

নির্বাচন উত্তর সন্ত্রাসি কর্মকাণ্ড বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

একের পর এক রাজ্যে সিপিআই(এম) দলের পরাজয় সর্ব ভারতীয় নেতারা চিন্তিত। এই অবস্থায় দলের পরবর্তী দিনের রণনীতি স্থির করা হবে। তবে আগামী ১৮ থেকে ২২ এপ্রিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের হাদ্রাবাদ শহরে পলিটব্যুরো বৈঠকে পার্টি কংগ্রেসে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
এসসিএন/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।